এবার নিজের গড়ে বিক্ষোভের মুখে পড়ে পালাতে বাধ্য হলেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার তুফানগঞ্জের মরুগঞ্চে তাঁকে কালো পতাকা দেখান ওই এলাকার কিছু মানুষ। পুলিশ তাদের সরানোর চেষ্টা করলে পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ে গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
এর পরে শুরু হয় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝে এলাকা ছাড়েন রবীন্দ্রনাথ বাবু। এর পর তিনি যান কৃষ্ণপুর পঞ্চায়েত অফিসে। সেখানেও তাঁকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখায় মানুষ। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নিজের নির্বাচনী কেন্দ্র নাটাবাড়ি যাচ্ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। রাস্তায় মরুগঞ্জ এলাকায় তাঁকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখায় জনতা। দেখানো হয় কালো পতাকা। বিক্ষোভের কারণে আটকে যায় তাঁর কনভয়। উত্তেজিত জনতাকে সরাতে এগিয়ে যায় পুলিশ। এর পরেই উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে পুলিসকেই আক্রমণ করে। ব্যাপক ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে। এরই মধ্যে কোনওক্রমে এলাকা ছেড়ে পালিয়ে যান রবীন্দ্রনাথ ঘোষ।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন