যদিও এই বিষয়ে অসিত-বাবুর বলেন, তিনি হাওড়ার বিধায়ক হিসেবেই এখানে এসেছেন। তৃণমূলের বা মুখ্যমন্ত্রীর সরকারি কোনও সভা বা কর্মসূচিতে বিরোধী দলের নেতা-নেত্রীদের সাধারণত দেখা যায় না। বিরোধী দলের তরফে অভিযোগ করা হয়, তাদের জনপ্রতিনিধিরা ডাক হয় না। পাল্টা অভিযোগ রয়েছে রাজ্যের শাসকদলের তরফেও। তাদের বক্তব্য, আমন্ত্রণ জানালেও আসেন না বিরোধী জনপ্রতিনিধিরা। কিন্তু, গতকাল হঠাৎ সরকারি সভায় দেখা যায় কংগ্রেস বিধায়ক অসিত মিত্রকে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই সভায় প্রবেশ করেন তিনি। দর্শকাসনে বসে সভার কাজ দেখেন। তা মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি। বক্তৃতা চলাকালীন অসিত মিত্রকে দেখতে পেয়ে আপ্লুত হন মুখ্যমন্ত্রী। নিজেই সভায় ঘোষণা করেন অসিত মিত্রর আসার কথা।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন