এবারের লোকসভা নির্বাচনে বঙ্গে বড় রকমের ধাক্কা খেয়েছে তৃণমূল। সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন। এই নির্বাচন তৃনমূলের কাছে খুব একটা সহজ হবে না তা বুঝে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগতে চাইছে তৃণমূল। বসে নেই বর্তমানে প্রধান বিরোধী দল কংগ্রেসও। তবে কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটু অন্য রকম খেলা খেলতে চাইছে।
কংগ্রেসের একটা বড় অংশ চাইছে প্রধান শক্র বিজেপিকে আটকাতে তৃণমূলের সঙ্গে রাজ্যে হাত মেলাতে। এই নিয়ে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে একটি বৈঠকও সারেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই মিটিংয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে রাহুল জানতে চান সামনের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কাকে সবথেকে বড় শত্রু হিসেবে দেখছে। তা জানার পরই রাহুল কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সম্পর্ক মেরামতিতে নজর দেন। এমনকি তিনি এই ব্যাপারে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেন বলে এক সূত্রের দাবি। তিনি জানিয়েছেন দুই দলের সমন্বয় সাধনের জন্য তৃণমূল সুপ্রিমো ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের প্রয়োজন। এখন দেখার শেষ পর্যন্ত কংগ্রেস ও তৃণমূলের জোট কোন দিকে বাঁক নেয়! আর সেই দিকে তাকিয়ে এই রাজ্যের কংগ্রেস নেতৃত্ব।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন