অনেক বিতর্কের পর রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় স্যাটের রায়ের সার্টিফায়েড কপি অবশেষে সংগ্রহ করল রাজ্য সরকার। গতকাল বিকাশ ভবনে স্যাটের অফিস থেকে রায়ের সার্টিফায়েড কপি তোলা হয়েছে বলে জানা গিয়েছে।
সম্প্রতি ডিএ মামলায় রায় দেয় স্যাট। স্যাটের রায়ে বড় ধাক্কা খায় রাজ্য সরকার।
ওই রায়ে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে নির্দেশ দেওয়া হয়। বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলা হয়েছে। রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কী অবস্থান হবে, তা এখনও জানা যায় নি। এই প্রসঙ্গে নবান্ন সূত্রে জানা গিয়েছে, রায়ের আইনগত দিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। স্যাটের রায়ের বিরুদ্ধে এখনও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করার সুযোগ আছে। আপিল করার জন্য স্যাটের রায়ের সার্টিফায়েড কপি প্রয়োজন হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে ডিএ মামলা স্যাটে যায়। হাইকোর্ট দু-টি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব স্যাটকে দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে স্যাট শুনানি করে রায় দিয়েছে।
সম্প্রতি ডিএ মামলায় রায় দেয় স্যাট। স্যাটের রায়ে বড় ধাক্কা খায় রাজ্য সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন