দেবশ্রী রায় কোন দলে যাবেন সেই রহস্যের এখনও যবনিকা পড়েনি। বরং রহস্য আরও বেড়েই চলেছে। রাতে রায়দিঘির তৃনমূল কংগ্রেস বিধায়ক তথা টলিউডের একসময়ের ১ নম্বর নায়িকা দেবশ্রী রায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে হাজির হন।
কিন্তু কিছুই জানতেন না বিজেপির রাজ্য সভাপতি।
যদিও এই খবর চাপা থাকেনি। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে, বিজেপিতে যোগদান করতে চেয়ে যে দেবশ্রী দিল্লিতে গিয়েছিলেন, তিনি দিলীপ ঘোষের সল্টলেকের বাড়িতে হাজির হয়েছেন। রাজারহাটে একটি হোটেলে বক্তব্য রাখছিলেন দিলীপ। অনেকেই বলছেন দেবশ্রী নাকি দিলীপ কে ফোন করেই তাঁর সল্টলেকের সিকে ব্লকের বাড়িতে পৌঁছে যান ।
দিলীপ বাবুর বাড়িতে ঢুকে দেবশ্রী অনেকটা সময় বসে ছিলেন। অপেক্ষা করছিলেন দিলীপের জন্য, সেই সময় অনেকেই তাঁকে সেখানে দেখে ফেলেন।
এরপর প্রায় এগারোটা নাগাদ দিলীপ বাড়ি ফেরেন। সূত্রের খবর, তিনি দেবশ্রীকে জানিয়ে দেন এখুনি তাঁকে বিজেপিতে যোগদান করানও তাঁর পক্ষে সম্ভব নয়। এই বিষয়টি তাঁকে পার্টির সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে।
যদিও এই খবর চাপা থাকেনি। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে, বিজেপিতে যোগদান করতে চেয়ে যে দেবশ্রী দিল্লিতে গিয়েছিলেন, তিনি দিলীপ ঘোষের সল্টলেকের বাড়িতে হাজির হয়েছেন। রাজারহাটে একটি হোটেলে বক্তব্য রাখছিলেন দিলীপ। অনেকেই বলছেন দেবশ্রী নাকি দিলীপ কে ফোন করেই তাঁর সল্টলেকের সিকে ব্লকের বাড়িতে পৌঁছে যান ।
এরপর প্রায় এগারোটা নাগাদ দিলীপ বাড়ি ফেরেন। সূত্রের খবর, তিনি দেবশ্রীকে জানিয়ে দেন এখুনি তাঁকে বিজেপিতে যোগদান করানও তাঁর পক্ষে সম্ভব নয়। এই বিষয়টি তাঁকে পার্টির সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন