এবার ভাতা বাড়ানোর দাবি জানালেন ইমাম সংগঠন গুলো। গতকাল সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বাড়িতে যান বঙ্গীয় ইমাম পরিষদসহ পাঁচটি সংগঠন। ভাতা বাড়ানোসহ একাধিক দাবি রাখেন ওই সংগঠনের প্রতিনিধিরা।
তাদের দাবি, রাজ্যে ইমাম ও মোয়াজ্জেম ভাতা বাড়াতে হবে। গৃহহীন ইমাম,মোয়াজ্জেম ও ধর্মগুরু পুরোহিতদের থাকার ব্যবস্থা করে দিতে হবে সরকারকে। গরীব ইমাম,মোয়াজ্জেম ও ধর্মগুরু পুরোহিতদের ছেলে মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে।
ওই সংগঠনের সাধারণ সম্পাদক মহম্মদ রইসউদ্দিন পুরকায়েত এই প্রসঙ্গে জানান, দীর্ঘ দিন মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে দেখা করার জন্য কিন্তু তাতে তিনি উত্তর দেন নি। তাই মুখ্যমন্ত্রীর বাড়িতে আসতে বাধ্য হয়েছি। রাজ্যের বহু নেতা ও আধিকারিক ও ডিএমদের বিষয়টি জানান হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি।
ওই সংগঠনের সাধারণ সম্পাদক মহম্মদ রইসউদ্দিন পুরকায়েত এই প্রসঙ্গে জানান, দীর্ঘ দিন মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে দেখা করার জন্য কিন্তু তাতে তিনি উত্তর দেন নি। তাই মুখ্যমন্ত্রীর বাড়িতে আসতে বাধ্য হয়েছি। রাজ্যের বহু নেতা ও আধিকারিক ও ডিএমদের বিষয়টি জানান হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন