কেন্দ্রকে বড় রকমের সাহায্য করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। মোদী সরকারকে ১.৭৬ লক্ষ কোটি টাকা আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিমল জালানের নেতৃত্বাধীন প্যানেলের প্রস্তাব মেনে আরবিআই-এর তহবিলে থাকা বাড়তি টাকা থেকে সরকারি কোষাগারে সাহায্য করছে।
এই প্রথম আরবিআই-এর তহবিল থেকে এইভাবে অর্থ সাহায্য নিতে হচ্ছে কেন্দ্রকে।
এখনও পর্যন্ত যা জান গিয়েছে, কেন্দ্রীয় সরকারি কোষাগারে ১ লক্ষ ৭৬ হাজার ৫১ কোটি টাকা সাহায্য করবে আরবিআই। ইতিমধ্যে বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ৫ বছরের মধ্যে ওই টাকা দফায় দফায় কেন্দ্রকে সাহায্য করবে রিজার্ভ ব্যাঙ্ক। যা দিয়ে সরকার ব্যাঙ্কগুলিকে আর্থিক সহায়তা করবে ও বাজারে অর্থের যোগান বজায় রাখবে।
এখনও পর্যন্ত যা জান গিয়েছে, কেন্দ্রীয় সরকারি কোষাগারে ১ লক্ষ ৭৬ হাজার ৫১ কোটি টাকা সাহায্য করবে আরবিআই। ইতিমধ্যে বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ৫ বছরের মধ্যে ওই টাকা দফায় দফায় কেন্দ্রকে সাহায্য করবে রিজার্ভ ব্যাঙ্ক। যা দিয়ে সরকার ব্যাঙ্কগুলিকে আর্থিক সহায়তা করবে ও বাজারে অর্থের যোগান বজায় রাখবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন