ফের যুদ্ধবিরতি ভাঙল পাকিস্তান। সীমান্তের ওপার থেকে যুদ্ধবিরতি ভেঙে মর্টার হামলা চালায় তারা। প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান। এই প্রসঙ্গে প্রতিরক্ষা বাহিনীর জনৈক মুখপাত্র জানিয়েছেন, নিহত ওই জওয়ানের নাম সন্দীপ থাপা। ল্যান্স নায়েক ৩৫ বছরের দেরাদুনের ছেলে। রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে পাক শিবিরের গুলিতে তিনি গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়।
পাকিস্তানের ফাঁড়ির ওপর ভারতীয় সেনাবাহীনির গুলি বৃষ্টিতে চার জওয়ানের মৃত্যু হয়েছে বলে পাকিস্তান আগেই দাবি করে। আর তার ঠিক ২ দিন পরে আজ সকাল থেকে বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি ভাঙে পাক সেনারা। মৃত্যু হল এক ভারতীয় জওয়ানের।
ভারতীয় মুখপাত্র জানান, রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর সামনের সারির চৌকি ও গ্রামের ওপর আজ সকাল ৬ টার পর থেকে মর্টার শেলিং শুরু করে। তবে ভারতীয় সেনারা পাল্টা জবাব দেয়। যদিও পাক শিবিরের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনও খবর নেই।
ভারতীয় মুখপাত্র জানান, রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর সামনের সারির চৌকি ও গ্রামের ওপর আজ সকাল ৬ টার পর থেকে মর্টার শেলিং শুরু করে। তবে ভারতীয় সেনারা পাল্টা জবাব দেয়। যদিও পাক শিবিরের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনও খবর নেই।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন