গতকাল বিজেপি-তে যোগ দিয়েছেন প্রাক্তন মেয়র-মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আর এই দল বদলের পরেই জেড ক্যাটেগরির নিরাপত্তা দাবি করলেন শোভন চট্টোপাধ্যায়। বিজেপি নেতৃত্বকে তিনি জানিয়েছেন, বিজেপি-তে যোগ দেওয়ার পর নিরাপত্তা হীনতার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁর আশঙ্কা নিরাপত্তা তুলে নিতে পারে রাজ্য সরকার।
আর সেই কারণে কেন্দ্রীয় নিরাপত্তার দাবি করেছেন শোভন। নিরাপত্তা নিয়ে শোভনকে আশ্বস্ত করেছেন বিজেপি কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও শোভনকে জানিয়ে দিয়েছেন নাড্ডা।
প্রসঙ্গত, ১৪ অগাস্ট দিল্লি গিয়ে বিজেপি-তে যোগ দেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শোভন বাবুর সঙ্গেই বিজেপি-তে নাম লেখান তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ১৪ অগাস্ট দিল্লি গিয়ে বিজেপি-তে যোগ দেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শোভন বাবুর সঙ্গেই বিজেপি-তে নাম লেখান তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন