উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরির সুযোগ। ৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কমকরে ৪৫ শতাংশ নম্বর নিয়ে কম্বিনেশন ইংরাজি সহ বিএ পাস বিএড শারীরিক প্রতিবন্ধী সহশিক্ষক নিয়োগ করা হবে। যাবতীয় প্রমাণ-পত্রাদি সহ ২৩ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। ঠিকানা, প্রধান শিক্ষক, কপিলেশ্বরপুর হাই স্কুল (উঃমাঃ) পোঃ কপিলেশ্বরপুর, জেলা উত্তর ২৪ পরগনা, পিন-৭৪৩২৪৭।
একি সাথে দক্ষিণ ২৪ পরগনার এক স্কুলে চাকরির সুযোগ। ৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরাজি সহ বিএ পাস ও বিএড তপশিলি সম্প্রদায়ের অ্যাসিস্টান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণ-পত্রাদি সহ ২৩ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। ঠিকানা, The Secretary, Moushini Co-operative High School(HS),PO Bagdanga, Namkhana,24 Pgs(S),743357
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন