ঘুষ নেওয়ার অভিযোগে এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এমন অভিযোগে মহিষাদলের এক তৃণমূল নেতার নামে পড়ল পোস্টার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। তাঁর বক্তব্য, এটা বিজেপির চক্রান্ত।
যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা পুরো অভিযোগ অস্বীকার করেছেন। আজ সকালে মহিষাদল রাজ কলেজ ও সিনেমা মোড় এলাকায় তৃণমূল ব্লক সভাপতি তিলক চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার পড়ে। তাতে লেখা, "মহিষাদল রাজ কলেজে গ্রুপ ডি-তে সাতজনকে চাকরি প্রার্থীকে চাকরি পাইয়ে দিয়ে এক কোটি টাকা ঘুষ কেন নেওয়া হয়ে হল? তিলক চক্রবর্তী জবাব দাও।" পোস্টারে মহিষাদল নাগরিক মঞ্চ লেখা থাকলেও কে বা কারা সেগুলি লাগিয়েছে তা স্পষ্ট নয়। পোস্টারটি চোখে পড়ার পরই খুলে দেন এলাকার তৃণমূল কর্মীরা।
রাজ্য শিক্ষা দফতর থেকে কিছু দিন আগেই কলেজে কয়েকজন শিক্ষাকর্মী নিয়োগের নির্দেশ আসে। কিন্তু, নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় কিছুটা অস্বস্তিতে তৃণমূল শিবির। যদিও ঘুষ নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিলক-বাবু নিজেই।
রাজ্য শিক্ষা দফতর থেকে কিছু দিন আগেই কলেজে কয়েকজন শিক্ষাকর্মী নিয়োগের নির্দেশ আসে। কিন্তু, নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় কিছুটা অস্বস্তিতে তৃণমূল শিবির। যদিও ঘুষ নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিলক-বাবু নিজেই।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন