ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টা বজ্র-বিদ্যুৎ সহ ভারীবৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল। এতে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা।
এই ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আর তা শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে রবিবার থেকে শহরে আরও বৃষ্টিপাত হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার, ২০০ মিমির বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব-পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামে। ৭০ থেকে ২০০ মিমি বৃষ্টি হতে পারে কলকাতা দুই বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া পুরুলিয়া।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন