নবান্ন অভিযানে গ্রেফতার হওয়া ২২ জন আন্দোলনকারীকে আজ জামিন মঞ্জুর করল হাওড়া সিজেএম আদালত। চলতি মাসের ১৩ তারিখ একাধিক দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র ও যুব সংগঠন। ওই অভিযানকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার বঙ্গবাসী মোড়।
দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।পরে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে বিক্ষোভকারীদের হটাতে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। জখম হন বেশ কয়েকজন বামকর্মী। এই ঘটনায় পুলিশ ২২ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে। শনিবার হাওড়া আদালতে তোলা হয় ধৃত আন্দোলনকারীদের। বাম ছাত্র-যুব সংগঠনের আইনজীবী ধৃতদের জামিনের আবেদন করেন। কিন্তু সরকারপক্ষের আইনজীবী সেই জামিনের বিরোধিতা করেন। এরপরই বিচারক ধৃতদের জামিনের আবেদন বাতিল করে দু-দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি আজ আদালতে ফের হাজিরার নির্দেশ দেন। আজ বিচারক সবকিছু শোনার পরে ধৃত ২২ জন আন্দোলনকারীর জামিন মঞ্জুর করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন