৩৭০ ধারা প্রত্যাহার সংক্রান্ত মামলায় আজ শীর্ষ আদালত গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। ওই নির্দেশে কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকে হলফনামা জমা দেবার কথা বলা হয়েছে।
এর সঙ্গে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্র ও রাজ্যকে বলেছে।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বেশকিছু মামলা হয়েছে। আজ সেই সব মামলার শুনানি চলাকালীন এমন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে হলফনামা জমা দিতে হবে। হলফনামা জমা পড়ার পর মামলাগুলির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বেশকিছু মামলা হয়েছে। আজ সেই সব মামলার শুনানি চলাকালীন এমন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে হলফনামা জমা দিতে হবে। হলফনামা জমা পড়ার পর মামলাগুলির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন