দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হয়েছে মমতার। দিল্লিতে মোদী-মমতা বৈঠককে এভাবেই কটাক্ষ করলেন মুকুল রায়। আজ প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ আলোচনা হয় দুজনের মধ্যে।
বৈঠক শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খুব ভালো আলোচনা হয়েছে। জানান, বীরভূমের একটি কয়লাখনির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সেই উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন তিনি।
আগামীকাল সময় হলে অমিতভাই-এর সঙ্গেও কথা বলবেন।
সেই কথার সূত্র ধরেই বিজেপি নেতা মুকুল রায় বলেন, "প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় স্বাভাবিক নিয়ম। দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হয়েছে।" প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর দ্বিতীয়বার শপথগ্রহণের দিন উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খুব ভালো আলোচনা হয়েছে। জানান, বীরভূমের একটি কয়লাখনির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সেই উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন তিনি।
সেই কথার সূত্র ধরেই বিজেপি নেতা মুকুল রায় বলেন, "প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় স্বাভাবিক নিয়ম। দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হয়েছে।" প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর দ্বিতীয়বার শপথগ্রহণের দিন উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন