ফের ধাক্কা খেলেন রাজীব কুমার। আগাম জামিন শোনার এক্তিয়ার নেই। আর সেই কারণে রাজীব কুমারের আগাম জামিনের আর্জি খারিজ করল বারাসতের বিশেষ আদালত। আজ সকালেই রাজীবের আইনজীবীরা আদালতে এসে আগাম জামিনের জন্য সওয়াল করার তোরজোড় শুরু করে।
বিশেষ আদালতে রাজীবের আবেদন জমা পড়ার পরই আদালত জানিয়ে দেয়, এই আদালত জামিনের আর্জি শুনতে পারে, কিন্তু আগাম জামিনের আবেদন শোনার অধিকার নেই তাদের। ফলে রাজীব কুমারের আর্জি খারিজ হয়ে যায়।
এই আবেদন খারিজ হবার পরেই রাজীব কুমারের আইনজীবীরা ছুটেছেন বারাসতের জেলা বিচারকের এজলাসে। ওই আদালতেই এবার রাজীব কুমারের আগাম জামিন প্রার্থনা করে নতুন ভাবে হলফনামা জমা করেন। তবে জেলা আদালতে কবে বা কখন এই শুনানি হবে তা এখন জানা যায় নি।
এই আবেদন খারিজ হবার পরেই রাজীব কুমারের আইনজীবীরা ছুটেছেন বারাসতের জেলা বিচারকের এজলাসে। ওই আদালতেই এবার রাজীব কুমারের আগাম জামিন প্রার্থনা করে নতুন ভাবে হলফনামা জমা করেন। তবে জেলা আদালতে কবে বা কখন এই শুনানি হবে তা এখন জানা যায় নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন