সকাল থেকে কলকাতার আকাশে যুদ্ধের প্রস্তুতি। এক যুদ্ধবিমান তাড়া করছে আর একটি যুদ্ধবিমানকে। এই বিমানগুলি ওড়ে দমদম বিমানবন্দর থেকে। এটা যুদ্ধ নয়। যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তা কিভাবে মোকাবিলা করবে তারি প্রস্তুতি চলছিল।
এদিন কলকাতার আকাশে প্রস্তুতি চালায় বায়ু-সেনা। সকালে এয়ারপোর্ট থেকে ওড়ানো হয় এই বিমানগুলি।
শত্রুদের কিভাবে আটকাবে তারি মহড়া চলছিল বলে জানা গিয়েছে।
এই মহড়া শুধু এই রাজ্যে নয় বিভিন্ন রাজ্যে চালাচ্ছে ইস্টার্ন এয়ার কমান্ড। মূলত জঙ্গি হামলা হলে কি করে অপারেশন করা হবে , তারি প্রস্তুতি চলছিল।
যেসকল এয়ারপোর্টে এই মহড়া চলছে, সেগুলি হল- ডিমাপুর, পাসিঘাট, ইম্ফল, গুয়াহাটি, অন্ডাল, কলকাতা।এইসব এয়ারপোর্ট থেকে ওড়ানো হবে সুখোই-৩০ এমকেআই, হক এমকে ১৩২ -র মত এয়ারক্রাফট।
এদিন কলকাতার আকাশে প্রস্তুতি চালায় বায়ু-সেনা। সকালে এয়ারপোর্ট থেকে ওড়ানো হয় এই বিমানগুলি।
এই মহড়া শুধু এই রাজ্যে নয় বিভিন্ন রাজ্যে চালাচ্ছে ইস্টার্ন এয়ার কমান্ড। মূলত জঙ্গি হামলা হলে কি করে অপারেশন করা হবে , তারি প্রস্তুতি চলছিল।
যেসকল এয়ারপোর্টে এই মহড়া চলছে, সেগুলি হল- ডিমাপুর, পাসিঘাট, ইম্ফল, গুয়াহাটি, অন্ডাল, কলকাতা।এইসব এয়ারপোর্ট থেকে ওড়ানো হবে সুখোই-৩০ এমকেআই, হক এমকে ১৩২ -র মত এয়ারক্রাফট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন