কংগ্রেস নেতা আব্দুল মান্নান খড়গপুর আসনে রাজ্যের শাসক দল তৃণমূলকে সমর্থনের প্রস্তাব দিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন। এই খবর নিয়ে বেশ চর্চা চলছে রাজনৈতিক মহলে। এই চিঠিকে কার্যত পাত্তা দিতে নারাজ বাম নেতৃত্ব। মঙ্গলবার সন্ধ্যায় বামফ্রন্টের বৈঠকে আরএসপি-র তরফে মান্নানের ওই চিঠির প্রসঙ্গ তুলে কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। মান্নানের চিঠিতে বলা হয়েছে কালিয়াগঞ্জ ও করিমপুরে বাম-কংগ্রেস সমঝোতার পাশাপাশি খড়গপুর আসনে তৃণমূলকে সমর্থন করুক কংগ্রেস। সূত্রের খবর, ফ্রন্টের অন্য নেতারা মান্নানের এই চিঠিকে আদৌ গুরুত্ব দিতে নারাজ। উল্টে তাঁদের যুক্তি, বাম ও কংগ্রেসের সমঝোতা যাতে না হতে পারে সেজন্য এটা বিজেপি ও তৃণমূল চক্রান্ত।
রাজ্যে আসন্ন ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম-কংগ্রেস এক হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত পূর্ণ সমর্থন জানাল আলিমুদ্দিন। দ্রুত কংগ্রেসের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবে বাম নেতৃত্ব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন