বিসিসিআই সভাপতি হয়েই বড় সিদ্ধান্ত নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে ইডেন গার্ডেন।
এবার কলকাতার ইডেন গার্ডেন প্রথম পিঙ্ক বল ডে-নাইট টেস্ট ম্যাচ হতে চলেছে। আগামী ২২ নভেম্বর হবে এই টেস্ট ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রস্তাবে ইতিমধ্যে এই প্রস্তাবে রাজি হওয়াতেই সম্ভব হল এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন সৌরভ।
প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সবসময়ই ডে-নাইট টেস্ট ম্যাচের পক্ষপাতী। সৌরভের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তিনি বাংলাদেশের বিরুদ্ধে ডে-নাইট টেস্ট ম্যাচ খেলতে রাজি আছেন বলে জানিয়েও দিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন