স্কুলের পার্ট টাইম শিক্ষকরা ফের বড়সড় আন্দোলনে নামতে চলেছেন। তেমনি ইঙ্গিত পাওয়া গেল। জানা গিয়েছে, এবার স্থায়ীকরণের দাবিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন দিতে যাবে পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
রাজ্যের আংশিক সময়ের স্কুল শিক্ষকদের এই সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলন থেকে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থায়ীকরণের দাবি নিয়ে কলকাতাতেও বড়সড় আন্দোলন করা হবে বলে ওই সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি না মানাহলে এই আন্দোলন আরও বড় আকার নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন