অনেক বিতর্কের পরে শিক্ষা দফতরের স্বশাসিত বোর্ডের কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। এবার ওই সকল কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আনা হবে বলে জানা গিয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মীদের বেতন কাঠামো বিবেচনা করতে।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন সহ সমস্ত বোর্ডের কর্মীদের বেতন কাঠামো নিয়ে সিদ্ধান্ত নিক ষষ্ঠ বেতন কমিশন। তিন মাসের মধ্যে নয়া বেতন কাঠামোর সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
সম্প্রতি বেতন কমিশনের সুপারিশ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই রিপোর্টের কিছুটা অংশ পড়ে শোনান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা যায় কিনা তা ভেবে দেখার আশ্বাস দিয়ে ছিলেন। যদিও পরে রাজ্য মন্ত্রীসভা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশকে অনুমোদন দেন। বর্তমানে মূল বেতন ও মহার্ঘভাতার ওপর ১৪.২ % বেতন বাড়ান হয়েছে। যদিও এই নিয়ে অনেক বিতর্কও আছে।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন সহ সমস্ত বোর্ডের কর্মীদের বেতন কাঠামো নিয়ে সিদ্ধান্ত নিক ষষ্ঠ বেতন কমিশন। তিন মাসের মধ্যে নয়া বেতন কাঠামোর সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
সম্প্রতি বেতন কমিশনের সুপারিশ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই রিপোর্টের কিছুটা অংশ পড়ে শোনান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা যায় কিনা তা ভেবে দেখার আশ্বাস দিয়ে ছিলেন। যদিও পরে রাজ্য মন্ত্রীসভা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশকে অনুমোদন দেন। বর্তমানে মূল বেতন ও মহার্ঘভাতার ওপর ১৪.২ % বেতন বাড়ান হয়েছে। যদিও এই নিয়ে অনেক বিতর্কও আছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন