ফের ইন্টার্ন শিক্ষকের প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ২ বছরের ইন্টার্নশিপের প্রসঙ্গ তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী বলেন, " আমি দেখেছি অন্য রাজ্যে ছাত্র-বস্তায় পড়ুয়ারা ইউনিভারসিটি বা কলেজে ওরা একটা ইন্টার্নশিপ করে।এই নিয়ম এখনও অনেক রাজ্যে চালু আছে। এই রাজ্যে এটা চালু করছে না কেন? এই নিয়ম চালু হলে রাজ্যের শিক্ষিত ছেলে-মেয়েরা এক বছরের জন্য কাজের একটা সুযোগ পায়। আর এটা যদি ২ বছরের হয় তা হলে ওদের আরও সুবিধা হল। এর ফলে চাকরির ক্ষেত্রেও কিছুটা সুবিধা হয়।"
এরপর ছাত্রদের উদ্দেশ্যে নেত্রী বলেন, "তোমরা নিশ্চয় ইন্টার্নশিপ করতে চাও।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, কিছু-মাস আগেও এই ইন্টার্ন শিক্ষক রাজ্যে নিয়োগের প্রস্তাব মুখ্যমন্ত্রী রেখেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাব ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। আপার প্রাইমারির নিয়োগ বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব ঘিরি বিতর্ক আরও কিছুটা বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন