প্রায় এক সপ্তাহ পর কিনারা হল জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের। গ্রেফতার হলেন মূল অভিযুক্ত। ধৃত ওই যুবকের নাম উৎপল বেহরা। পেশায় রাজমিস্ত্রি। সাগরদিঘির সাহাপুর গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে আর্থিক লেনদেন।
সোমবার রাতে গ্রেফতারের পর থেকে ধৃত উৎপলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় ভেঙে পড়ে উৎপল। জেরায় সে তিনজনকে খুন করার কথা স্বীকার করে নিয়েছে বলে খবর। জেরায় সে জানিয়েছে, তার সঙ্গে বন্ধুপ্রকাশের আর্থিন লেনদেন ছিল। এই লেনদেন নিয়ে তাদের মধ্যে ঝামেলাও হয়েছে। সেই কারণেই খুন করার সিদ্ধান্ত নেয় সে। বন্ধুপ্রকাশের সঙ্গে আর্থিক লেনদেনের কথা স্বীকার করেছেন উৎপল বেহরারা মা-ও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন