কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার নিয়ে বিতর্ক এখন গোটা রাজ্য জুড়ে। আর এই ঘটনাকে সামনে রেখে ফের যৌথ প্রতিবাদ কর্মসূচি বাম-কংগ্রেসের। গতকাল সকাল থেকে খড়দহ থানা-সহ একাধিক এলাকায় বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থকরা। তাঁদের সর্বতোভাবে সমর্থন জানিয়ে বিক্ষোভে শামিল বাম সমর্থকরা।
কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ ও সিপিআই(এম) নেতা দুলাল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুক্রবার প্রায় কয়েক হাজারের একটি দল খড়দহ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। এর পরে আইসি-র কাছে স্মারকলিপি জমা দেন।
তাঁদের দাবি, কী কারণে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হল? তাঁকে আপাতত কোথায় রাখা হয়েছে? সব কিছু জানাতে হবে। নাহলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলেও অভিযোগ করেন অরুণাভ ঘোষ।
এই বিতর্কের সূত্রপাত কিছু দিন আগে। কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে কিছু পোস্ট করেন। সেসব পোস্ট আপত্তিকর – এমন অভিযোগ তুলে রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ ও সিপিআই(এম) নেতা দুলাল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুক্রবার প্রায় কয়েক হাজারের একটি দল খড়দহ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। এর পরে আইসি-র কাছে স্মারকলিপি জমা দেন।
এই বিতর্কের সূত্রপাত কিছু দিন আগে। কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে কিছু পোস্ট করেন। সেসব পোস্ট আপত্তিকর – এমন অভিযোগ তুলে রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন