আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের অস্থায়ী মেধাতালিকা প্রকাশ করেছিল কমিশন। তারপর থেকেই পরীক্ষার্থীরা একাধিক অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন। বেশিরভাগ অভিযোগ টেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওয়েটেজ নিয়ে। চাকরি-প্রার্থীদের বড় অংশের অভিযোগ, হাইকোর্টে মামলাকারী সহ বহু প্রার্থীর টেট-র নম্বরের ওয়েটেজ বাড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, দু-জন প্রার্থীর টেট-এ প্রাপ্ত নম্বরের শতাংশ একই। অথচ তাঁদের দু-রকম ওয়েটেজ দেওয়া হয়েছে।
আবার, কোনও কোনও তালিকায় পর পর বহু প্রার্থীর ইন্টারভিউ নম্বর একি দেওয়া হয়েছে। প্রশ্ন কোন কারণে এভাবে বাড়ল টেট-র ওয়েটেজ? এই নিয়ে ক্ষোভে ফুঁসছে পরীক্ষার্থীদের একটা বড় অংশ।
উচ্চ প্রাথমিক চাকরি-প্রার্থী মঞ্চের রাজ্য সভাপতি কিশোর সরকার বলেন, "আদালতের নির্দেশের পর কমিশন যে মেধাতালিকা প্রকাশ করে, সেখানে দেখা যাচ্ছে বিস্তর গলদ। যেমন ইতিহাসে দেখা যাচ্ছে, যার টেট-র শতকরা হার ছিল ৭৪.৭, তাঁর আসল ওয়েটেজ হওয়ার কথা ২৯.৮৮ । কিন্তু, তাঁকে কমিশন দিচ্ছে ৩২.৭ । এর ফলে পার্থক্য তৈরি হচ্ছে ২.৩৯-এর। আবার এই রকম প্রার্থীও আছে, যার টেট-র শতকরা হার বাড়ানো হয়েছে ১২.৫৩। তাঁর টেট-র আসল শতকরা হার ৬০শতাংশ। যার ওয়েটেজ হয় ২৪ শতাংশ। তাকে কমিশন দিয়েছে ৩৬.৫৩ । পার্থক্য ১২.৫৩। এর ফলে যোগ্য প্রার্থীরা তাঁরা সবাই পিছনের দিকে পড়ে গেছেন। এইভাবে কম স্কোরের প্রার্থীদের এগিয়ে সুযোগ করে দেওয়া হয়েছে। গোটা প্যানেলেই কারচুপি করা হয়েছে।" যদিও কমিশনের তরফ থেকে বার বার বলা হয়েছে সবকিছু নিয়ম মেনেই হয়েছে।
উচ্চ প্রাথমিক চাকরি-প্রার্থী মঞ্চের রাজ্য সভাপতি কিশোর সরকার বলেন, "আদালতের নির্দেশের পর কমিশন যে মেধাতালিকা প্রকাশ করে, সেখানে দেখা যাচ্ছে বিস্তর গলদ। যেমন ইতিহাসে দেখা যাচ্ছে, যার টেট-র শতকরা হার ছিল ৭৪.৭, তাঁর আসল ওয়েটেজ হওয়ার কথা ২৯.৮৮ । কিন্তু, তাঁকে কমিশন দিচ্ছে ৩২.৭ । এর ফলে পার্থক্য তৈরি হচ্ছে ২.৩৯-এর। আবার এই রকম প্রার্থীও আছে, যার টেট-র শতকরা হার বাড়ানো হয়েছে ১২.৫৩। তাঁর টেট-র আসল শতকরা হার ৬০শতাংশ। যার ওয়েটেজ হয় ২৪ শতাংশ। তাকে কমিশন দিয়েছে ৩৬.৫৩ । পার্থক্য ১২.৫৩। এর ফলে যোগ্য প্রার্থীরা তাঁরা সবাই পিছনের দিকে পড়ে গেছেন। এইভাবে কম স্কোরের প্রার্থীদের এগিয়ে সুযোগ করে দেওয়া হয়েছে। গোটা প্যানেলেই কারচুপি করা হয়েছে।" যদিও কমিশনের তরফ থেকে বার বার বলা হয়েছে সবকিছু নিয়ম মেনেই হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন