আপার প্রাইমারি নিয়োগ ঘিরে বিতর্ক আজকের পরে নতুন এক মাত্রা পেল। স্বচ্ছভাবে নিয়োগের দাবি জানিয়ে আদালতে মামলাও দায়ের করে পরীক্ষার্থীরা। অবশেষে পুজোর ছুটির মধ্যে আদালতের নির্দেশে আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর এই মেধাতালিকা প্রকাশের পর থেকে কমিশনের বিরুদ্ধে নানান অভিযোগ উঠতে শুরু করে। যদিও প্রথম দিকে পরীক্ষার্থীদের এই অভিযোগ পাত্তা দেয় নি কমিশন।
উল্টে দাবি করা হয়েছিল সব কিছু নিয়ম মেনে স্বচ্ছভাবে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু এবার কমিশন তাদের এই ভাবনা থেকে পিছু হটতে চলেছে। তেমন ইঙ্গিত পাওয়া গেল আজ।
মেধা তালিকায় কারচুপি হয়েছে। উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় অনিয়মের কারণে ইতিমধ্যে ১০ হাজার অভিযোগ জমা পড়েছে। জমা পড়া অভিযোগের মধ্যে ৬০০টি অভিযোগের সত্যতা মিলেছে বলে কমিশন সূত্রে খবর পাওয়া গিয়েছে। এর ফলে উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় রদবদলের সম্ভাবনা প্রবল।
এর ফলে সফল চাকরি প্রার্থীদের নিয়োগের বিষয়টি আরও কিছুটা পিছতে চলেছে। এই ঘটনার জেরে সফল প্রার্থীদের মধ্যে হতাশা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আর নিয়োগ জট কবে খুলবে তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন