অবশেষে কাজে যোগ দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার। সম্প্রতি তাঁকে নিয়ে তৈরি হয় বিতর্ক। অভিযোগ ছিল স্কুল শিক্ষা দফতরকে না জানিয়ে তিনি বেড়াতে গিয়েছিলেন। আর সেই কারণে তাঁকে শোকজ করা হয়েছিল। এই প্রসঙ্গে সৌমিত্র বাবু বলেন, " আমি ছুটির দিনে পর্যন্ত অফিস করি। আদালতের নির্দেশে কাজ শেষ করতে গিয়ে পুজোর সময় পর্যন্ত অফিস খোলা ছিল। এই বিষয়ে দফতরকে জানিয়েছি।
আপার প্রাইমারির মেধাতালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত অভিযোগ জমা নেওয়া হবে। এখন পর্যন্ত ৪ হাজার অভিযোগ জমা পড়েছে। যদিও এক সূত্রের দাবি এখন পর্যন্ত ৫ হাজারের কাছে অভিযোগ জমা পড়েছে।
এর পরে সৌমিত্র বাবু বলেন," প্রতিটি অভিযোগ আমরা খতিয়ে দেখছি। অভিযোগের ভিত্তি থাকলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন