গত দু-দিন ধরে বৃষ্টিতে জেরবার হয়েছে শহর কলকাতা। তবে হাওয়া অফিসের খবর, আজ(শনিবার) থেকে কিছুটা উন্নতি হবে পরিস্থিতির। কালীপুজোর দিন থেকে মেঘ-বৃষ্টি সরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। যদিও আজও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলাতেও। অন্যদিকে, দুদিন টানা বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটা নেমেছে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি অর্থাৎ স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। তাপমাত্রা কমলেও এখনই শীত আসছে না। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন