ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন সব মিটে গিয়েছে। তৃণমূলে ছিলাম। তৃণমূলেই আছি। তাঁর দলবদলের জল্পনার মধ্যেই প্রথমবার মুখ খুললেন টলি-স্টার দেবশ্রী রায়। এর পরেই তিনি স্পষ্ট করে দেন তাঁর রাজনৈতিক অবস্থান। আজ বিধানসভায় দেখা যায় দেবশ্রী রায়কে।
প্রিভিলেজ কমিটির বৈঠকে যোগ দিতে তিনি আসেন। বিধানসভাতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন রায়দিঘি তৃণমূল সাংসদ। তিনি জানান, আর কোনও ভুল বোঝাবুঝি নেই দলের সঙ্গে। সব মিটে গিয়েছে। তিনি তৃণমূলেই আছেন ও থাকবেন। দ্রুত তিনি "দিদিকে বলো" কর্মসূচিতে যোগ দেবেন বলেও জানিয়ে দেন।
সম্প্রতি দিল্লিতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দিনই সামনে আসে দেবশ্রী রায়। তাঁকে দেখা যায় বিজেপি অফিসে বসে থাকতে। এর পরেই প্রশ্ন ওঠে, তবে কি বিজেপিতে যোগ দিচ্ছেন দেবশ্রী রায়ও? উসকে ওঠে জল্পনা। যদিও শেষ পর্যন্ত দেবশ্রী রায় জানিয়ে দিলেন ," তৃণমূলে ছিলাম, ভবিষ্যতে তৃণমূলে থাকব।"
সম্প্রতি দিল্লিতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দিনই সামনে আসে দেবশ্রী রায়। তাঁকে দেখা যায় বিজেপি অফিসে বসে থাকতে। এর পরেই প্রশ্ন ওঠে, তবে কি বিজেপিতে যোগ দিচ্ছেন দেবশ্রী রায়ও? উসকে ওঠে জল্পনা। যদিও শেষ পর্যন্ত দেবশ্রী রায় জানিয়ে দিলেন ," তৃণমূলে ছিলাম, ভবিষ্যতে তৃণমূলে থাকব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন