অজিতের সিদ্ধান্তকে সমর্থন করেন না, জানিয়ে দিলেন ক্ষুব্ধ শরদ পওয়ার। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যে সরকার গঠন করেছেন এনসিপি নেতা ও শরদ পাওয়ারের ভাইপো অজিত, তাকে সমর্থন করেন না শরদ পাওয়ার।
বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত তার বা তার দলের নয়। স্পষ্ট করে দিলেন এনসিপি প্রধান। এই সিদ্ধান্ত একান্তভাবেই অজিতের, এটাও জানিয়েছেন শরদ পাওয়ার। এই নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়ে ট্যুইট করেছেন তিনি।
এই ঘটনার পরেও শরদ পওয়ারের পাশে রয়েছে শিবসেনা। দলের পক্ষ থেকে সঞ্জয় রাউত জানান যে সরকার গঠনের বৈঠকে অজিত উপস্থিত ছিলেন। সেখানে চোখে চোখ রেখে কথা বলেননি অজিত। ক্ষমতা ও টাকার জোরে নতুন সরকার গঠন করল বিজেপি। এর সঙ্গে শরদ পওয়ারের যোগ নেই বলে জানিয়েছেন সঞ্জয়।
এই ঘটনার পরেও শরদ পওয়ারের পাশে রয়েছে শিবসেনা। দলের পক্ষ থেকে সঞ্জয় রাউত জানান যে সরকার গঠনের বৈঠকে অজিত উপস্থিত ছিলেন। সেখানে চোখে চোখ রেখে কথা বলেননি অজিত। ক্ষমতা ও টাকার জোরে নতুন সরকার গঠন করল বিজেপি। এর সঙ্গে শরদ পওয়ারের যোগ নেই বলে জানিয়েছেন সঞ্জয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন