ফের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সভা ঘিরে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠল মালদহে। এই ঘটনাটি ঘটেছে, মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরে। তৃণমূলের সভা করতে বাধা দেওয়ার অভিযোগ এবং সভা বানচালের চেষ্টার অভিযোগ উঠল দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। রাজ্যের এক মন্ত্রীর সামনেই তৃণমূল কর্মীদের গোষ্ঠী কোন্দলের ঘটনাটি ঘটে। যার ফলে বেশ অস্বস্তিতে পড়ে জেলা নেতৃত্ব।
স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুসারে, এদিন তৃণমূলের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীর উদ্যোগে এনআরসির বিরোধিতা করে জমায়েতের ডাক দেওয়া হয়। সভার আয়োজক আমিরুল ইসলামের অনুগামীদের অভিযোগ এই সভা বানচালের চেষ্টা করেছে হরিশ্চন্দ্রপুর ব্লকের তৃনমূলের সভাপতি তাজমুল হোসেনের অনুগামীরা। আর এই নিয়ে বিবাদ। আর এই গোষ্ঠী কোন্দলের জেরে অস্বস্তিতে পড়ে জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও এই গোষ্ঠী কোন্দলের কথা মানতে নারাজ তৃণমূল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন