এবার রাম মন্দির প্রসঙ্গ তুলে নির্বাচনী প্রচারে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ৪ মাসের মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে। এমনই জানালেন তিনি।
আজ ঝাড়খণ্ডের পাকুরে নির্বাচনী প্রচারে এসে এই বার্তাই দিলেন তিনি। অমিত শাহ আজ পাকুরের নির্বাচনী প্রচারে এসে বলেন, "শীর্ষ আদালত ইতিমধ্যে মামলার রায় দিয়ে দিয়েছে। মাত্র ৪ মাসের মধ্যে আকাশ ছোঁয়া রাম মন্দির তৈরি হবে অযোধ্যায়।"
রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ হওয়ার এক সপ্তাহের মধ্যেই আজ রাম মন্দিরকে হাতিয়ার করে ভোট যুদ্ধে গেরুয়া শিবির। ১৩ ডিসেম্বর অযোধ্যা জমিজটের রায় পুনর্বিবেচনার আর্জি ইতিমধ্যে খারিজ হয়ে গিয়েছে। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই আর্জি খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন