সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি 'ইলেকশন গিমিক' করার চেষ্টা চালাচ্ছেন। এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন ভারতী ঘোষ।
তাঁর কথায়, ''একদিকে সংখ্যালঘুদের উত্যক্ত করে ভাঙচুর করাচ্ছেন, অপরদিকে বিল পাশের সময় সাংসদদের হুইপ জারি করে থাকতে না বলা, আর এই সব নিয়ে প্যানিকে আক্রান্ত হয়ে রাস্তায় নেমেছেন তিনি।''
শনিবার মেদিনীপুর জেলা আদালতে হাজিরা দিতে এসেছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সেখানে সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এমন মন্তব্য করেন। তবে, আদালতের সামনে নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা।
তাই আদালতে না যেতে পেরে সদর মহকুমা শাসকের অফিসে গিয়ে হাজিরা দেন তিনি। এর পরে তিনি বলেন "সিএএ নিয়ে সম্পূর্ণ অপপ্রচার করছেন মুখ্যমন্ত্রী। মানুষকে উসকে দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। একদিকে তিনি সাংসদদের না পাঠিয়ে বিলকে সমর্থন করে আইনে রূপান্তরিত করেছেন। অপরদিকে, মুসলিম ভাইদের উসকানি দিয়ে রাজ্যে অশান্তি সৃষ্টি করেছেন। এটা এক ধরনের ইলেকশন গিমিক।"
শনিবার মেদিনীপুর জেলা আদালতে হাজিরা দিতে এসেছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সেখানে সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এমন মন্তব্য করেন। তবে, আদালতের সামনে নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা।
Loading...
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন