রাজ্যের স্কুল গুলিতে বড় রকমের পরিবর্তন আসছে সেই খবর আগেই জানিয়েছিল শিক্ষা দফতর। প্রাথমিক স্কুলে এতদিন ছিল ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত শ্রেণিগত বিভাজন।
সম্প্রতি ফ্রী এন্ড কমপালসারি এডুকেশন এক্ট(২০০৯) অনুসারে প্রাথমিক স্কুলে চতুর্থ শ্রেণীর সাথে পঞ্চম শ্রেণীর ক্লাসকেও অন্তর্ভুক্ত করা হবে বলে রাজ্য সরকারের তরফে জানান হয়।
এই সিদ্ধান্ত আগামী বছর থেকে কার্যকর হবে। মোটামুটি ১৭৯৯৬ টি স্কুলে এই নিয়ম কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যে একটি প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে সরকার।
জানান হয়েছে, পঞ্চম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় কোনও পরিবর্তন করা হবে না।
এই নতুন নিয়ম চালু করার আগে পরিকাঠামো ও শিক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের তরফে বিবৃতি দিয়ে জানান হয়েছে, " রাজ্যের স্কুল গুলির পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখে যদি উপযুক্ত মনে হয় তবেই রাজ্য স্কুল পরিদর্শক সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন রাজ্য শিক্ষা পর্ষদের অধ্যক্ষের কাছে।"
এই সিদ্ধান্ত আগামী বছর থেকে কার্যকর হবে। মোটামুটি ১৭৯৯৬ টি স্কুলে এই নিয়ম কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যে একটি প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে সরকার।
জানান হয়েছে, পঞ্চম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় কোনও পরিবর্তন করা হবে না।
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন