মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির জোড়া কর্মসূচির জেরে মঙ্গলবারও কাহিল হতে পারে কলকাতা। একদিকে মমতার পদযাত্রা এবং অন্যদিকে বিজেপির এনআরসির সমর্থনে মিছিল হবে আজ।
নাগরিকপঞ্জীর সমর্থনে গোটা রাজ্যে শুরু হয়েছে অশান্তি।
এবার নাগরিকপঞ্জীর সমর্থনে এদিন মহা মিছিলের আয়োজন করেছে বঙ্গ বিজেপি। দুপুর দেড়টা নাগাদ মিছিলটির আয়োজন করেছে বিজেপির দক্ষিণ শহরতলি শাখা। শাখার সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বেহালার ৩এ বাস স্ট্যান্ড থেকে শুরু করে মিছিলটি শেষ হবে বেহালা থানায়। বিজেপির এদিনের মিছিলে উপস্থিত থাকবেন অধ্যাপক অনুপম হাজরা, জেলা সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায় ও মেঘনাথ পোদ্দার।
আজ হাওড়াতেও একটি মিছিলের আয়োজন করেছে বিজেপি। বিজেপির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভেদের রাজনীতির প্রতিবাদে এদিন মিছিল হবে। ওই মিছিলটি শুরু হবে হাওড়ার কদমতলা থেকে।
শেষ হবে হাওড়া ময়দানে।
অপরদিকে, নাগরিকত্ব আইনের প্রতিবাদে মঙ্গলবার তাঁর দ্বিতীয় পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দপুর একটা নাগাদে ওই পদযাত্রা বের হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৮বি বাসস্ট্যান্ড থেকে।
নাগরিকপঞ্জীর সমর্থনে গোটা রাজ্যে শুরু হয়েছে অশান্তি।
আজ হাওড়াতেও একটি মিছিলের আয়োজন করেছে বিজেপি। বিজেপির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভেদের রাজনীতির প্রতিবাদে এদিন মিছিল হবে। ওই মিছিলটি শুরু হবে হাওড়ার কদমতলা থেকে।
অপরদিকে, নাগরিকত্ব আইনের প্রতিবাদে মঙ্গলবার তাঁর দ্বিতীয় পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দপুর একটা নাগাদে ওই পদযাত্রা বের হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৮বি বাসস্ট্যান্ড থেকে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন