নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রায় গোটা দেশে অশান্তি ছড়িয়েছে। প্রতিবাদে এই রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে অবরোধ-বিক্ষোভ। জ্বলছে আগুন, ভাঙচুর। ক্ষতিগ্রস্ত হচ্ছে একের পর এক সরকারি সম্পত্তি। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ-বিক্ষোভ।
শনিবার দুপুর থেকেই এই প্রতিবাদ-বিক্ষোভ হিংসার রূপ নিতে থাকে। মুর্শিদাবাদ, হাওড়া, দুই ২৪ পরগণার বেশ কয়েকটি জেলায় অগ্নি সংযোগের মতন ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও সেই অশান্তি থামেনি। ফলে এবার রাজ্যের কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রবিবারই এই নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে। মুর্শিদাবাদ, হাওড়া, মালদা জেলায় পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে ইন্টারনেট পরিষেবা। এর সঙ্গে দুই ২৪ পরগণার কয়েকটি মহকুমায় একইভাবে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন