নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে রাজ্যের একাধিক জেলায় অশান্তি ছড়িয়েছে। বিক্ষোভের নামে রাজ্যের একাধিক রেল স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যাতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রেলের। এর পাশাপাশি জাতীয় সড়কেও তাণ্ডব চালায় আন্দোলনকারীরা।
আগুন লাগানো হয় একের পর এক বাস ও গাড়িতে। এই নিয়ে গত সোমবার কলকাতা হাইকোর্টে আটটি জনস্বার্থে মামলা দায়ের হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গতকাল সেই রিপোর্ট জমা দিয়েছে রাজ্য প্রশাসন। ওই রিপোর্টে রাজ্যের তরফে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর থেকে বিক্ষোভ প্রদর্শন শুরু হলেও রাজ্যে একজনেরও মৃত্যুর ঘটনা ঘটেনি, গুরুতর আহতও কেউ হননি। সাম্প্রদায়িক অশান্তির খবরও নেই কোথাও। ফলে আইন-শৃঙ্খলার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলেই ওই রিপোর্টে দাবি করা হয়েছে।
এর পাশাপাশি রাজ্যের আরও দাবি, ভাঙচুর ও আগুন ধরানোর ঘটনায় ৯৩১ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।
অশান্তির জেরে রেলের ক্ষয়ক্ষতির জন্য রেলকেই দায়ী করা হয়েছে। রাজ্যের ওই রিপোর্টে বলা হয়েছে রাজ্যের ৭১৫ রেল স্টেশনের মধ্যে মাত্র ৫-৬টি ছোট স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রেলের নিরাপত্তার দায়িত্ব রেলরক্ষী বাহিনী ও আরপিএসএফের। এই রিপোর্টের প্রেক্ষিতে হাইকোর্ট ৮ আবেদনকারীকে জবাবি হলফনামা জমা করার নির্দেশ দিয়েছে শুক্রবারের মধ্যেই। এর পাশাপাশি রাজ্যেকেও একই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি রাজ্যের আরও দাবি, ভাঙচুর ও আগুন ধরানোর ঘটনায় ৯৩১ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।
Loading...
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন