সিএবি এবং এনআরসি ইস্যুতে অসম-সহ প্রায় গোটা ভারত উত্তাল। এর মধ্যেই আবার নতুন খবর, ভারতীয় পাসপোর্টেও এবার থাকবে পদ্ম চিহ্ন।
পাসপোর্টের সুরক্ষা বাড়ানোর জন্যই সরকারের এমন পদক্ষেপ। শুধু পদ্মই নয়, দেশের অন্য জাতীয় চিহ্নও এরপর থেকে ব্যবহার করা হবে পাসপোর্টে। এমন খবর পাওয়া গিয়েছে বিদেশমন্ত্রক সূত্রে।
ইতিমধ্যে নতুন ইস্যু করা পাসপোর্টগুলিতে পদ্মফুলের জলছাপ দেওয়া শুরু করেছে বিদেশমন্ত্রক। এই বিষয়টি নিয়ে তোলপাড় হয় লোকসভা। যদিও বিরোধীদের কোনও অভিযোগে গুরুত্ব-দিতে নারাজ সরকার। ইতিমধ্যেই বেশ কিছু মানুষের হাতে এসেছে নতুন পাসপোর্ট। যাতে রয়েছে এই পদ্মফুলের ছাপ। বিরোধীদের বক্তব্য, কী করে বিজেপি সরকার নিজেদের দলের চিহ্ন পাসপোর্টে ব্যবহার করার সিদ্ধান্ত নিল ? আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ইতিমধ্যে নতুন ইস্যু করা পাসপোর্টগুলিতে পদ্মফুলের জলছাপ দেওয়া শুরু করেছে বিদেশমন্ত্রক। এই বিষয়টি নিয়ে তোলপাড় হয় লোকসভা। যদিও বিরোধীদের কোনও অভিযোগে গুরুত্ব-দিতে নারাজ সরকার। ইতিমধ্যেই বেশ কিছু মানুষের হাতে এসেছে নতুন পাসপোর্ট। যাতে রয়েছে এই পদ্মফুলের ছাপ। বিরোধীদের বক্তব্য, কী করে বিজেপি সরকার নিজেদের দলের চিহ্ন পাসপোর্টে ব্যবহার করার সিদ্ধান্ত নিল ? আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন