এমন গণবিবাহ এর আগে খুব কম দেখা গিয়েছে। শুধু হিন্দু নয়, মুসলিম যুবক-যুবতীদেরও বিয়ে দেওয়া হল।
উল্লেখযোগ্য ভাবে উপহার হিসেবে দেওয়া হল দেড় লাখ টাকার এলআইসি থেকে শুরু করে বিছানা, সেলাই মেশিন, আলমারি আরও অনেক কিছু।
এমন ভাবে বিয়ে হল এই ১০১ জোড়া পাত্র-পাত্রীর। তাঁদের থাকার বন্দোবস্ত থেকে শুরু করে বিয়ের নিয়মকানুন সবকিছু ছিল ঠিকঠাক। ঢোল,তাশা ,ব্যাঞ্জো বাজিয়ে রনপা সাজিয়ে শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রা এসে মেশে কঙ্কালেশ্বরী কালী বাড়ির মাঠে।
আর সেখানেই হয় গণবিবাহের আয়োজন।
এমন অভিনব গণবিবাহ বেশ কয়েক বছর ধরেই আয়োজন করে আসছেন প্রাক্তন কাউন্সিলার খোকন দাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, মন্ত্রী স্বপন দেবনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় সহ তৃণমূলের বহু নেতা।
এমন ভাবে বিয়ে হল এই ১০১ জোড়া পাত্র-পাত্রীর। তাঁদের থাকার বন্দোবস্ত থেকে শুরু করে বিয়ের নিয়মকানুন সবকিছু ছিল ঠিকঠাক। ঢোল,তাশা ,ব্যাঞ্জো বাজিয়ে রনপা সাজিয়ে শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রা এসে মেশে কঙ্কালেশ্বরী কালী বাড়ির মাঠে।
এমন অভিনব গণবিবাহ বেশ কয়েক বছর ধরেই আয়োজন করে আসছেন প্রাক্তন কাউন্সিলার খোকন দাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, মন্ত্রী স্বপন দেবনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় সহ তৃণমূলের বহু নেতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন