পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্পের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। এমন খবর নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। সোমবার এক বিবৃতি দিয়ে এই খবর অসত্য বলে জানাল রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
অভিযোগ ছিল, রাজারহাট ও বনগাঁয় ২টি ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য কেন্দ্র রাজ্য সরকার জমি চিহ্নিত করেছে।
এর পরই বিষয়টিকে ইস্যু করে ময়দানে নামে সিপিআই(এম)। এই নিয়ে তৃণমূল নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে কতটা আন্তরিক আছে তা নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
এই ইস্যুতে নিউটাউনে মিছিল করে বামেরা। মিছিল থেকে বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী প্রশ্ন তোলেন,
'তৃণমূল সত্যিই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী হলে রাজ্য সরকার ডিটেনশন ক্যাম্প তৈরি করছে কেন?' তাঁর অভিযোগ, গোপনে বিজেপির সঙ্গে আঁতাত করে চলছে তৃণমূল। এর পরেই নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়, এই রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে না। এই খবর পুরোটাই মিথ্যা।
অভিযোগ ছিল, রাজারহাট ও বনগাঁয় ২টি ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য কেন্দ্র রাজ্য সরকার জমি চিহ্নিত করেছে।
এই ইস্যুতে নিউটাউনে মিছিল করে বামেরা। মিছিল থেকে বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী প্রশ্ন তোলেন,
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন