নতুন শিক্ষা বর্ষে এবার থেকে রাজ্যের সব প্রাথমিক স্কুলে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলোর ক্লাস। শুক্রবার রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, 'জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে নয়া শিক্ষা বর্ষ।
এই নতুন শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনোর পাশাপাশি বাধ্যতামূলক হিসেবে খেলাধুলোর ক্লাস চালু করতে হবে প্রতিটা স্কুলে। ওই ক্লাস নেওয়া হবে মিড ডে মিলের আগেই।' স্কুলে কোন-কোন খেলাধুলোর উপরে জোর দেওয়া হবে, তার তালিকাও ইতিমধ্যে পাঠানো হয়েছে। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, এখন মোবাইল ফোনের দৌলতে ছোট-ছোট পড়ুয়ারাও বিভিন্ন খেলার প্রতি আগ্রহী হয়ে পড়ছে।
তাদের সেই আগ্রহ বাড়াতেই খেলাধুলোর ক্লাস বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে খেলাধুলোর ক্লাস নেওয়ার জন্য নতুনভাবে শিক্ষক নিয়োগও করা হবে। সূত্রের খবর, রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই নতুন শিক্ষা বর্ষ থেকে নয়া বিধি কার্যকর করার জন্য এদিন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
Loading...
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন