এবার নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য প্রয়োজন জন্ম তারিখ বা জন্মস্থান সংক্রান্ত নথি। এমনটাই জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। কোনও নাগরিক মনে করলে দুই তথ্যের নথিই জমা করতে পারবেন।
এমনটাই জানিয়ে ট্যুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র।
তিনি টুইটে লেখেন , 'নাগরিকত্বের প্রমাণস্বরূপ কী কী নথি গ্রহণযোগ্য হবে তার একটা তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকাতে বেশ কিছু নথির উল্লেখ থাকবে। সরকার লক্ষ্য রাখবে, যাতে কোনও নাগরিককেই হেনস্থার মুখে না পড়তে হয়। ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত নথিই যথেষ্ট।' এর পরে তিনি আরও জানান,'যেসব নিরক্ষর নাগরিকদের কাছে কোনও নথি নেই , কর্তৃপক্ষ তাঁদের স্থানীয় জন প্রতিনিধির স্বাক্ষরিত পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ স্বরূপ গণ্য করতে পারে।' এক টিভি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, ওটা ভিন্ন উদ্দেশ্যে বানানো হয়েছে।'
এই নিয়ে বিতর্ক শুরু হয় গোটা দেশ জুড়ে। এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অসম, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। প্রতিবাদ হচ্ছে জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে। উত্তরপ্রদেশে পাঁচজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।
এমনটাই জানিয়ে ট্যুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র।
Loading...
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন