কথা রাখলেন শিক্ষামন্ত্রী। এবার এসএসকে এবং এমএসকে শিক্ষকদের পার্শ্বশিক্ষকের পদমর্যাদা দেবে রাজ্য সরকার। এই মর্মে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর।
এই দাবি নিয়েই বহুদিন ধরেই আন্দোলন করছিলেন শিক্ষা সহায়ক এবং সহায়িকারা। এবার তাদের দাবি মানল রাজ্য। তবে এজন্য এসএসকে এবং এমএসকে শিক্ষকদের একটি অপশন ফর্ম পূরণ করতে হবে। যাঁদের ৬০ বছরের মধ্যে বয়স, তাঁদের এই ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
একমাত্র যাঁরা এই ফর্ম জমা দেবেন, তাঁরাই পার্শ্বশিক্ষকদের সমতুল্য সুযোগ-সুবিধা পাবেন। শুধু তাই নয়, এসএসকে এবং এমএসকে শিক্ষকদের প্রশাসনিক নিয়ন্ত্রণও শিক্ষা দফতরের অধীনে নিয়ে আসা হল। পুরোটাই আগামী বছর ১ এপ্রিল থেকে কার্যকর করার কথা জানান হয়েছে। উল্লেখ্য, এতদিন এই শিক্ষকরা পঞ্চায়েত দফতরের অধীনে ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে এই শিক্ষকদের অপশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। সঙ্গে তাঁদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড দিতে হবে। বর্তমানে এসএসকে-এমএসকে শিক্ষকদের অবসরের বয়স ৬৫। পার্শ্বশিক্ষক সহ বাকি শিক্ষকদের ক্ষেত্রে সেটা ৬০। তাই পার্শ্বশিক্ষকরা যে সুবিধা পান, তা পেতে গেলে এসএসকে-এমএসকে শিক্ষকদের এই অপশন ফর্ম জমা দিতে হবে। যদিও এটি ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। কেউ চাইলে তা নিতে পারেন, আবার কেউ মনে করলে ৬৫ বছর পর্যন্ত কাজ করতে পারেন। সেক্ষেত্রে তিনি পার্শ্বশিক্ষকের পদমর্যাদা পাবেন না। তবে পার্শ্বশিক্ষকরা কী কী সুবিধা পান, তা অবশ্য এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তাই এসএসকে-এমএসকে শিক্ষকরা এ নিয়ে একটু ধোঁয়াশায় রয়েছেন।
Loading...
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে এই শিক্ষকদের অপশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। সঙ্গে তাঁদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড দিতে হবে। বর্তমানে এসএসকে-এমএসকে শিক্ষকদের অবসরের বয়স ৬৫। পার্শ্বশিক্ষক সহ বাকি শিক্ষকদের ক্ষেত্রে সেটা ৬০। তাই পার্শ্বশিক্ষকরা যে সুবিধা পান, তা পেতে গেলে এসএসকে-এমএসকে শিক্ষকদের এই অপশন ফর্ম জমা দিতে হবে। যদিও এটি ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। কেউ চাইলে তা নিতে পারেন, আবার কেউ মনে করলে ৬৫ বছর পর্যন্ত কাজ করতে পারেন। সেক্ষেত্রে তিনি পার্শ্বশিক্ষকের পদমর্যাদা পাবেন না। তবে পার্শ্বশিক্ষকরা কী কী সুবিধা পান, তা অবশ্য এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তাই এসএসকে-এমএসকে শিক্ষকরা এ নিয়ে একটু ধোঁয়াশায় রয়েছেন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন