সম্প্রতি লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯। এরপরই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখা দেয়।
বুধবার রাজ্যসভা বিলটি অনুমোদন দেওয়ার পরেই আগুনে ঘি পড়ে। আর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করার পরে বিলটি আইনে পরিণত হতেই বিক্ষোভ শুরু হয় উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। পরিস্থিতি এতটাই ভয়ানক আকার ধারণ করে যে একাধিক ট্রেন ও বিমান বাতিল হয়। থমকে যায় সড়ক পরিষেবাও।
এই উত্তপ্ত পরিস্থিতিতে ফের একবার বিতর্কিত টুইট করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এখানে না পোষালে উত্তর কোরিয়াতে চলে যাওয়ার নিদান দিলের তিনি। শুক্রবার রাতে তিনি টুইট করেন, 'বির্তকের এই পরিবেশে দুটি জিনিস কখনও ভুলে গেলে চলবে না।
এই দেশ একসময়ে ধর্মের নামেই ভাগ হয়েছিল। একটি গণতন্ত্রে মতভেদ থাকাটা খুবই দরকার। আপনি যদি এই গণতন্ত্র না চান তাহলে উত্তর কোরিয়াতে চলে যান।'
এই উত্তপ্ত পরিস্থিতিতে ফের একবার বিতর্কিত টুইট করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এখানে না পোষালে উত্তর কোরিয়াতে চলে যাওয়ার নিদান দিলের তিনি। শুক্রবার রাতে তিনি টুইট করেন, 'বির্তকের এই পরিবেশে দুটি জিনিস কখনও ভুলে গেলে চলবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন