বার বার বিতর্কিত বক্তব্য রেখে সমালোচনার মুখে পড়েছেন বঙ্গ সন্তান তথাগত রায়। শুক্রবার মেঘালয়ের রাজ্যপাল তথাগত বাবু বলেন, সংশোধনী নাগরিক আইনের বিরুদ্ধে যাঁরা কথা বলছেন, তাঁরা উত্তর কোরিয়া চলে যান।
ঠিক তার তিনদিন পরই সোমবার রাজ্যপালের দায়িত্ব থেকে সাময়িক অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ১৬ ডিসেম্বর রাষ্ট্রপতির দফতর এই সিদ্ধান্ত নেয়। পাশাপাশি নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবিকে নির্দেশ দেওয়া হয়, তিনিই নাগাল্যান্ডের পাশাপাশি মেঘালয়ের রাজ্যপাল পদের দায়িত্বও সামলাবেন। যদিও এই খবর চাউর হতেই তথাগত রায় বলেন,"এটা সম্পূর্ণ গুজব। আমি নিয়মমাফিক ছুটিতে যাচ্ছি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন