আগামী কাল হতে চলেছে আপার প্রাইমারি মামলার শুনানি। আর ওই শুনানির দিকে তাকিয়ে আপারের পরীক্ষার্থীদের একটা বড় অংশ। আগামী কালের শুনানি খুবি গুরুত্বপূর্ণ কমিশন ও পরীক্ষার্থীদের কাছে।
যদিও আজ কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অবিলম্বে ৮০৩ জনকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেয় আদালত। এদিন এই নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তিন সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে এবিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেন।
আজকের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা নিয়ে আদলতের এই নির্দেশের পরে
পরীক্ষার্থীদের একটা বড় অংশ আশার আলো দেখছেন। যদিও আগামী কাল নিয়োগের উপর থেকে স্থগিতাদেশ উঠবে কি না তা বলে এখন বেশ কঠিন। তবে আপার নিয়ে কিছুটা স্বস্তির খবর পেতে পারেন হবু শিক্ষকরা।
Loading...
পরীক্ষার্থীদের একটা বড় অংশ আশার আলো দেখছেন। যদিও আগামী কাল নিয়োগের উপর থেকে স্থগিতাদেশ উঠবে কি না তা বলে এখন বেশ কঠিন। তবে আপার নিয়ে কিছুটা স্বস্তির খবর পেতে পারেন হবু শিক্ষকরা।
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন