অবশেষে আগামী কাল আপার প্রাইমারি মামলার শুনানি হতে চলেছে। আর ওই শুনানির দিকে তাকিয়ে হবু শিক্ষকদের একটা বড় অংশ।
আগামী কালের শুনানি খুবি গুরুত্বপূর্ণ কমিশন ও পরীক্ষার্থীদের কাছে। কারণ, আদালতে বেশকিছু অস্বস্তিকর বিষয়ের উত্তর দিতে হবে কমিশনকে। যেমন, রেসিও ইস্যুতে কমিশনের কি মতামত তা জানতে চাইতে পারে আদালত। এর পর আছে প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত বিতর্ক। এই নিয়েও কমিশনের বক্তব্য জানতে চাইতে পারে আদালত। সব দিক দিয়ে চাপে কমিশন। যদিও ভাল কিছু খবরের আশায় পরীক্ষার্থীদের একটা বড় অংশ।
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন