রাজ্যে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক চলে আসছে কয়েক বছর ধরে। আগামী কাল এই আপার প্রাইমারিতে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি আছে। তবে ওই মামলার নিয়োগ জট কাটবে কি কাটবে না, তা আগামী কাল বোঝা যাবে।
কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ।
রেসিও সহ একাধিক অনিয়মের অভিযোগ আছে কমিশনের বিরুদ্ধে। প্রায় সব অভিযোগের যথার্থ উত্তর নেই কমিশনের কাছে। পরীক্ষার্থীদের প্রশ্ন এর পরেও কমিশন নিয়োগের কাজ শেষ করতে পারবে? যদিও কমিশন আদালতে জানিয়েছে, তারা নিয়োগ করতে প্রস্তুত আছে। আদালত অনুমতি দিলেই নিয়োগের কাজ তারা শেষ করতে চায়।
কমিশন জানে তাদের বিরুদ্ধে যা সব অনিয়মের অভিযোগ আছে তার পরে আদালত নিয়োগের অনুমতি দেবে না। প্রশ্ন উঠতেই পারে তাহলে কমিশন নিয়োগের কথা বলা কারণ কি? কমিশন এই নিয়োগের কথা বলে আদালতের উপর একটা চাপ তৈরির চেষ্টা করছে।
এর পাশাপাশি পরীক্ষার্থীদের কাছে একটা বার্তা দেবার চেষ্টা করল, কমিশন নিয়োগের ব্যাপারে বেশ আন্তরিক।
কিন্তু তারা নিয়োগ নিয়ে কতটা আন্তরিক তা বোঝা যাবে আগামী কাল শুনানির দিন। কমিশন যদি তাদের বিরুদ্ধে ওঠা বিশেষ করে রেসিও নিয়ে নিজেদের অবস্থান বিচারপতিকে বোঝাতে পারেন, তাহলে এই নিয়োগ জট খুলতে পারে। আর তবেই চলতি মাসের মধ্যে নিয়োগের কাজ শেষ করতে পারবে কমিশন।
কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ।
কমিশন জানে তাদের বিরুদ্ধে যা সব অনিয়মের অভিযোগ আছে তার পরে আদালত নিয়োগের অনুমতি দেবে না। প্রশ্ন উঠতেই পারে তাহলে কমিশন নিয়োগের কথা বলা কারণ কি? কমিশন এই নিয়োগের কথা বলে আদালতের উপর একটা চাপ তৈরির চেষ্টা করছে।
Loading...
কিন্তু তারা নিয়োগ নিয়ে কতটা আন্তরিক তা বোঝা যাবে আগামী কাল শুনানির দিন। কমিশন যদি তাদের বিরুদ্ধে ওঠা বিশেষ করে রেসিও নিয়ে নিজেদের অবস্থান বিচারপতিকে বোঝাতে পারেন, তাহলে এই নিয়োগ জট খুলতে পারে। আর তবেই চলতি মাসের মধ্যে নিয়োগের কাজ শেষ করতে পারবে কমিশন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন