ফের ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। রাজ্যে প্রায় কয়েক লক্ষ সরকারি এবং সরকারি পোষিত কর্মচারী।
তাদের অনেকেরই যুক্তি, হাইকোর্ট ডিএ কে আইনি অধিকার বলার পরেও তার কোনও সুবিধা এখনও পায় নি সরকারি কর্মচারীরা।
বৃহস্পতিবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে ডিএ শুনানি ফের পিছলো।
আগামী ৩ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট হয়েছে। বৃহস্পতিবার সরকারি আইনজীবী গৌতম পাঠক আদালতে জানান, মঙ্গলবার ও বুধবার পরপর দুই দিন কলকাতা হাইকোর্টে কোনও আদালতের কাজ হয়নি। আজ অনেক মামলা জমে যাওয়ায় স্যাটের শুনানিতে উপস্থিত হতে পারেননি অ্যাডভোকেট জেনারেল। মামলায় এজি সওয়াল গুরুত্বপূর্ণ, তাই শুনানি পিছনো হোক। আবেদন মঞ্জুর করে বিচারপতি রঞ্জিতকুমার বাগের বেঞ্চ। নিটফল, শুনানি আরও দীর্ঘায়িত।
বৃহস্পতিবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে ডিএ শুনানি ফের পিছলো।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন