গতবছরের ধারা চলতি বছরে বজায় রেখে মাধ্যমিকে প্রশ্নফাঁসের ঘটনা ঘটেই চলেছে। প্রথম দু-দিনই পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল সাইটে ফাঁস হয়ে যায় প্রশ্ন। যার ফলে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে পর্ষদকে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সব মহল।
কিন্তু এই ঘটনা নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছেন না রাজ্যের শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, "কেউ যদি আধঘণ্টার মধ্যে বেরিয়ে হোয়াটসঅ্যাপ করে দেয় তাহলে তুমি-আমি কি করতে পারি।" শিক্ষামন্ত্রীর এই মন্তব্যেই শুরু হয়েছে বিতর্ক।
গতবছর মাধ্যমিকে প্রশ্নফাঁসই নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। সাতদিনই পরীক্ষা শুরু কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল প্রশ্ন। চলতি বছরেও তাঁর অন্যথা হয়নি। প্রথম দিনে পরীক্ষা শুরুর পরই সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে চলতি বছরের প্রশ্ন। প্রশ্নফাঁস ও টুকলির করার অভিযোগে গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। এর পরে পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরাজি প্রশ্ন ভাইরাল হতেই বিরক্তি প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জরুরি তলব করেন তিনি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রশ্নফাঁস প্রসঙ্গে খানিকটা উদাসীনতাই প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এর পাশাপাশি সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, "এবিষয়ে মাথা ঘামানোর কিছু নেই। খবর করার জন্য এসব করা হচ্ছে। কোথা থেকে প্রশ্ন ছড়াচ্ছে তা জানা যাবে দ্রুত।" সেই সঙ্গে তিনি আরও বলেন, "কেউ যদি আধঘণ্টার মধ্যে বেরিয়ে হোয়াটসঅ্যাপ করে দেয় তাহলে তুমি আমি কি করব।" যদিও অভিযুক্তদের শাস্তি মিলবে বলে আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।
কিন্তু প্রশ্নফাঁসের ঘটনায় পার্থ চট্টোপাধ্যায়ের এহেন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। খোদ শিক্ষামন্ত্রী কীভাবে এহেন মন্তব্য করলেন সেই প্রশ্নও তোলেন বিরোধীরা।
গতবছর মাধ্যমিকে প্রশ্নফাঁসই নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। সাতদিনই পরীক্ষা শুরু কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল প্রশ্ন। চলতি বছরেও তাঁর অন্যথা হয়নি। প্রথম দিনে পরীক্ষা শুরুর পরই সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে চলতি বছরের প্রশ্ন। প্রশ্নফাঁস ও টুকলির করার অভিযোগে গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। এর পরে পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরাজি প্রশ্ন ভাইরাল হতেই বিরক্তি প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
Loading...
কিন্তু প্রশ্নফাঁসের ঘটনায় পার্থ চট্টোপাধ্যায়ের এহেন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। খোদ শিক্ষামন্ত্রী কীভাবে এহেন মন্তব্য করলেন সেই প্রশ্নও তোলেন বিরোধীরা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন